Nayattu Malayalam Movie
'Nayattu' malayalam movie
Imbd :8.2
Martin Prakkat প্রায় পাঁচ বছর বিরতির পর এই মুভি বানালেন। এর আগে বাংলাদেশের মালায়ালাম মুভির প্রচার প্রসারের জন্য যে মুভিটির নাম সবার উপরে রয়েছে সেই চার্লি মুভির পরিচালক ছিলেন তিনি। তাই মুভির ব্যপারে আকর্ষন ছিল শুরুর থেকেই। কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার জন্য মুভিটি দেখতে দেরি হয়ে গেল.
কেরেলার প্রাণবন্ত শহরের প্রতিচ্ছবি এই মুভিতে পাবেন। একাধারে ক্রিয়া প্রতিযোগিতা অন্য দিকে নির্বাচনী প্রচারণা এই মাঝে কেরালার একটি পুলিশ ক্যাম্পের পুলিশে কর্মকর্তাদের প্রতিদিনের কর্ম জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে মুভিতে।উপমহাদেশের রাজনীতির স্বরূপ আমাদের সবারই কম-বেশি দেখা আছে।গণতন্ত্রর নামে আসলে ক্ষমতার অপব্যবহারকেই আমরা যুগের পর যুগ ধরে পুষে আসছি। সেটাই এখন আমাদের জন্য স্বাভাবিক, একটা রাষ্ট্রযন্ত্র যখন ক্ষমতার অপব্যবহার করে চলতে থাকে তখন স্বাভাবিকভাবেই এর নিয়ন্ত্রণে থাকা আইনশৃঙ্খলা বাহিনিকে তাদের হয়ে 'ডার্টি ওয়ার্ক'গুলো করতে হয়।
এজন্য আমাদের সাধারণ জনগণের জন্য তৈরি হওয়া নানান গোষ্ঠী, প্রতিষ্ঠান কিংবা বাহিনীকে উল্টো সাধারণ মানুষের সাথেই ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করতে দেখা যায়। এসব গোষ্ঠীর মধ্যে পুলিশই সবচেয়ে এগিয়ে। তারা যেহেতু মাঝামাঝি অবস্থান করে তাই তাদের জনতার রোষানলে পড়তে হয় আবার সামলাতে হয় আবার ক্ষমতাসীনদের তোপও। পুলিশের নিজস্ব ক্ষমতার অপব্যবহার, তারপর এই দু পক্ষের ঝামেলার মাঝে তাদের ক্ষমতাহীনতা- এই দুটো বিষয়ই মূলত 'নায়াত্তু' সিনেমার মূল প্রেক্ষাপট। (কপি)
মুভিতে অভিনয় করেছেন Kunchako Boban, Joju George, Nimisha Kunchako Boban, এই মুভিতে কোন সুদর্শন নায়ক নায়িকা খুঁজে পাবেন না। তবে পাবেন কিছু দক্ষ অভিনেত্রী অভিনেতা। আসলে মালায়ালাম মুভির অনেকটা গর্বিত অংশ হচ্ছে এইসব অতি সাধারন কিন্তু অসম্ভব প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীরা।
বাংলা সাবটাইটেল করেছেন সাবটাইটেল কমিউনিটির পরিচিত মুখ নিয়ামুল হক আবেগ, মশিউর শুভ, ফ্লামি তুহিন।
চমৎকার বিশ্লেষণ
ReplyDeleteচমৎকার বিশ্লেষণ
ReplyDelete