Camial justice
Criminal justice (Season 01)
আমি সাধারণত বেশি ভাগ সময় মুভিই বেশি দেখে থাকি। তবে গত কিছুদিন ধরে মুভির পাশাপাশি ওয়েব সিরিজ একটানা দেখছি।
তারই ধারাবাহিক আজকে এই সিরিজ নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরতে চাই।
বর্তমানে যদি আমাকে কোন অভিনেতার (ওয়েব) প্রশংসা করতে বলা হয় তাহলে আমি অকপটে স্বীকার করে নিবো এখনকার সময়ে সবচেয়ে সেরা হচ্ছে বিক্রান্ত মাসি।মির্জাপুর সিরিজে তার বুদ্ধিদীপ্ত অভিনয় সবার নিকট প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকভাবে এই সিরিজে চমৎকার ভাবে অভিনয় করেন বিক্রান্ত মাসি। এই সিরিজে অভিনয় করেছেন বলিউডের অন্ততম সেরা অভিনেতা পঙ্কজ তিপাঠী এবং জ্যাকি শ্রফ। পঙ্কজ তিপাঠীর অভিনয় নিয়ে কথা বলার দুঃসাহস আমার নেই। শুধু বলবো উনার ক্যারিয়ারের আরেকটি সেরা কাজ এই সিরিজটি। কথা দিচ্ছি সিরিজের প্রতিটি পর্ব আপনাদের এতটুকু বিরক্তের কারন হবে না।
২০১৯ সালের ০৫ই এপ্রিল এই সিরিজটি Hotstar এ প্রিমিয়ার হয়। সিরিজটি তে মোট ১০টি এপিসোড রয়েছে। প্রতিটি এপিসোডের রানিংটাইম ৪১ থেকে ৬০ মিনিটের মধ্যেই। খুব সম্ভবত এখন এর দ্বিতীয় সিজনের কাজ চলছে।
ক্রিমিনাল জাস্টিস হ'ল ফৌজদারী বিচারের উপর ভিত্তি করে একটি ইন্ডিয়ান ওয়েব সিরিজ, মুখ্য ভূমিকায় বিকান্ত ম্যাসে, জ্যাকি শ্রফ, অনুপ্রিয়া গোয়েনকা এবং মিতা বশিষ্ঠ।
হালকা স্পয়াল:
আদিত্য (বিকান্ত ম্যাসে) কলেজের ফুটবলার এবং একজন পাটটাইম একজন ক্যাব চালক, একরাতে তাঁর যাত্রী সানায়া (মধুরিমা রায়) এর সাথে সানায় বাসায় ওয়ান-নাইট স্ট্যান্ড করেন। মধ্যে রাতে ঘুম থেকে উঠে আদিত্য দেখেন সানায়া তার বিছানার উপর খুন হয়ে পড়ে আছেন।সমস্ত আলামত আদিত্যকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। এইদিকে আদিত্যর পক্ষে কেস লড়ার জন্য প্রস্তুত হন পুলিশের দালাল খ্যাত আইনজীবী মাধব মিশ্র (পঙ্কজ তিপাঠী) বাকিটুকু জানতে হলে দেখে ফেলুন এই সিরিজটি।
Comments
Post a Comment