Posts

Showing posts from February, 2021

Love Malayalam movie.

Image
Love Malayalam movie মুভিটি Black Psychological Thriller জনরার মুভি।মুভিটি ডাউনলোড করার আগে ভালমতো উক্ত জনরার সম্পর্কে বিস্তারিত বুঝে মুভিটি দেখতে অনুরোধ করছি। তা নাহলে পুরো কাহিনী মাথায় উপর দিয়ে চলে যাবে।মুভিটির কাহিনী এবং ডিরেকশনে ছিলেন Khalid Rahman এবং প্রযোজনা করেছেন Ashiq Usman.Imbd তে মুভিটির রেটিং (গতকাল পর্যন্ত) ৭.৩/১০ আর Time of India রেটিং ৪/৫. মুভিটির বাংলা সাবটাইটেল করেছেন প্রিয় সাবমেকার সাইফুল ইসলাম সাকিব এবং সম্পাদনা দায়িত্ব ছিলেন নুরুল্লাহ মাশহুর। জীবনে সব পেতে হয় না!' কিছু কিছু অপূর্ণতা ও সুন্দর! সব পেয়ে গেলে জীবন আর ভালো লাগবে না৷ সব পানসে মনে হয়। কিছু কিছু সময় খুব করে চাওয়া জিনিস ও পাবো না আবার কিছু কিছু সময় অপ্রত্যাশিত কিছু পেয়ে মন একদম ভালো হয়ে যাবে।কিন্তু সব পেয়ে গেলে এই 'শান্তি' টা আর থাকবে না। আমরা আজকাল ছেড়ে যাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছি, নীরব বিদায়গুলো খুব সহজেই সয়ে নিচ্ছি।আমরা ভুলে গেছি যে ভালোবাসার প্রথম এবং সহজতম পদক্ষেপটি হলো - থাকা! পাশাপাশি থাকা। আপনাকে থাকতে হবে।তবে আপনার পরিপূর্ণ ভালবাসা প্রকাশ লাভ করবে। প্রাপ্তি আর অপ্রাপ্তি'র এই